ফণ্ট ডাউনলোড


নজরুল-জয়ন্তী ১৪২৬

  • ১১ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ মে ২০১৯ ০০:০০:০০ ঘটিকা
  • ১১ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ মে ২০১৯ ০০:০০:০০ ঘটিকা
  • রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র

আজ ১১ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ মে ২০১৯, শনিবার। সকাল ১১ টায় রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হলো কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল-জয়ন্তী-র অনুষ্ঠান। সম্মেলক গান 'জাগো অমৃত পিয়াসী চিত' পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত কথনে ছিলেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। অনুষ্ঠানে একক গান ও একক পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

অনুষ্ঠানসূচি: 

      

ক্রম বিষয় শিল্পী/বক্তা গান/পাঠ/আবৃত্তি
সম্মেলক গান   জাগো অমৃত পিয়াসী চিত
কথন খায়রুল আনাম শাকিল সহ-সভাপতি, ছায়ানট  
একক গান সুপ্তিকা মন্ডল আকাশে ভোরের তারা
একক গান মণীষ সরকার ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন
একক পাঠ/আবৃত্তি সুমনা বিশ্বাস  
একক গান মোহিত খান তুমি যতই দহনা দুখের অনলে
একক গান ঐশ্বর্য সমদ্দার  খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল
একক পাঠ/আবৃত্তি জয়ন্ত রায়  
একক গান লায়েকা বশির অন্তরে তুমি আছো চিরদিন
১০ একক গান তানভীর আহমেদ কাল্‌মা শাহাদতে আছে খোদার জ্যোতি
১১ একক গান শ্রাবন্তী ধর ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়
১২ একক গান বিটু কুমার শীল স্বদেশ আমার! জানি না তোমার 
১৩ জাতীয় সঙ্গীত    
       
       
  যন্ত্রানুষঙ্গ:     
  তবলা: এনামুল হক ওমর  
  এস্রাজ: আসিত বিশ্বাস  
  কীবোর্ড: ইফতেখার হোসেন সোহেল  
  মন্দিরা: প্রদীপ রায়  

                                                                                                                                                                                                              

 


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..