ছায়ানটের বর্ষার অনুষ্ঠান ১৪২৬
- ৭ আষাঢ় ১৪২৬, ২১ জুন ২০১৯ ১৯:০০:০০ ঘটিকা
- ৭ আষাঢ় ১৪২৬, ২১ জুন ২০১৯ ২১:০০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
৭ আষাঢ় ১৪২৬, ২১ জুন ২০১৯, শুক্রবার। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো সুফিয়া কামাল স্মারক ছায়ানটের বর্ষার অনুষ্ঠান। 'তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি' সম্মেলক নৃত্য-গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর সুফিয়া কামল স্মরণে বক্তৃতা করেন সুলতানা কামাল। অনুষ্ঠানে ৪টি সম্মেলক নৃত্য-গীত, ১টি সম্মেলক গান, ১টি একক আবৃত্তি এবং মোট ১২ টি একক গান পরিবেশিত হয়।
সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | বক্তা/শিল্পী | কথা/শিরোনাম | রচয়িতা |
১ | সম্মেলক নৃত্য-গীত | তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি | রবীন্দ্রনাথ ঠাকুর | |
২ | কথন | সুলতানা কামাল, উপদেষ্টা মন্ডলীর সদস্য, ছায়ানট | ||
৩ | একক গান | ইফ্ফাত বিনতে নাজির | শাওন গগনে ঘোর ঘনঘটা | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪ | একক গান | চঞ্চল বড়াল | তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি | রবীন্দ্রনাথ ঠাকুর |
৫ | একক গান | ইফ্ফাত আরা দেওয়ান | গোধুলীগগনে মেঘে ঢেকেছিলো তারা | রবীন্দ্রনাথ ঠাকুর |
৬ | সম্মেলক নৃত্য-গীত | বজ্রমানিক দিয়ে গাঁথা | রবীন্দ্রনাথ ঠাকুর | |
৭ | একক গান | এ টি এম জাহাঙ্গীর | আজি ঝড়ের রাতে | রবীন্দ্রনাথ ঠাকুর |
৮ | একক আবৃত্তি/পাঠ | মাহমুদা আখতার | সুফিয়া কামাল | |
৯ | একক গান | রেজাউল করিম | এ ঘন ঘোর রাতে | কাজী নজরুল ইসলাম |
১০ | একক গান | নাসিমা শাহীন ফ্যান্সি | রুম ঝুম রুম ঝুম্ কে এলে | কাজী নজরুল ইসলাম |
১১ | সম্মেলক নৃত্য-গীত | বরষা ঐ এলো বরষা | কাজী নজরুল ইসলাম | |
১২ | একক গান | ঝুমা খন্দকার | নিদ নাহি আঁখি পাতে | অতুলপ্রসাদ সেন |
১৩ | একক গান | সন্জিদা জোহরা বীথিকা | এলো কৃষ্ণ কানাইয়া | কাজী নজরুল ইসলাম |
১৪ | একক গান | সুমন মজুমদার | আসিলে এ ভাঙা ঘরে | কাজী নজরুল ইসলাম |
১৫ | সম্মেলক গান | শ্রাবণ ঝুলাতে বাদল রাতে | অতুলপ্রসাদ সেন | |
১৬ | একক গান | লতিফুন জুলিও | কেন করুণ সুরে | কাজী নজরুল ইসলাম |
১৭ | একক গান | সুমা রায় | বরষা আইলো ওই | দ্বিজেন্দ্রলাল রায় |
১৮ | একক গান | বিজন চন্দ্র মিস্ত্রী | ঝর ঝর ঝরে শাওন ধারা | কাজী নজরুল ইসলাম |
১৯ | সম্মেলক নৃত্য-গীত | চঞ্চল শ্যামল এলো গগনে | কাজী নজরুল ইসলাম | |
২০ | জাতীয় সঙ্গীত | |||
যন্ত্রানুষঙ্গ: | ||||
তবলা: | ক) অজয় দাস | |||
খ) সুবীর ঘোষ | ||||
এস্রাজ: | অসিত বিশ্বাস | |||
সেতার: | ফিরোজ খান | |||
মন্দিরা: | প্রদীপ রায় |