রবীন্দ্র-উৎসব ১৪২৬
- ৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০১৯ ১৯:০০:০০ ঘটিকা
- ৫ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯ ২১:৩০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০১৯, শুক্রবার। ছায়ানটের দুদিনব্যাপী রবীন্দ্র-উৎসব -এর ্প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় ভবনের প্রথম তলায় রবীন্দ্রনাথের সম্মেলক গানের সাথে প্রদীপ প্রজ্জ্বালন করে উৎসবের উদ্বোধন হয়। এরপর স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের সহ-সভাপতি আবুল হাসনাত। এরপরপরই ছায়ানটের বিশেষ পরিবেশনা_গীতিনৃত্যালেখ্য - অনন্ত আনন্দধারা পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন 'গীতাঞ্জলি' ও আমন্ত্রিত একক শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। গান, পাঠ, আবৃত্তি ও নৃত্য দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান।
১ম দিনের অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | শিল্পী | গান/কথা |
১ | সম্মেলক গান | বাজাও তুমি, কবি | |
২ | স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন | আবুল হাসনাত | |
৩ | ছায়ানটের বিশেষ পরিবেশনা_গীতিনৃত্যালেখ্য - অনন্ত আনন্দধারা | ||
ক. সম্মেলক নৃত্য-গীত | বহে নিরন্তর অনন্ত আনন্দধারা | ||
খ. অভয়া দত্ত | আনন্দধারা বহিছে ভুবনে | ||
গ. তাহমিদ ওয়াসিফ ঋভু | কী গাব আমি, কী শুনাব | ||
ঘ. ফারজানা আক্তার পপি | আজি এ আনন্দসন্ধ্যা | ||
ঙ. পার্থ প্রতীম রায় | সদা থাকো আনন্দে | ||
চ. সেঁজুতি বড়ুয়া | এত আনন্দধ্বনি | ||
ছ. সত্যম্ কুমার দেবনাথ | হৃদয়বাসনা পূর্ণ হল | ||
জ. সেমন্তী মঞ্জরী | প্রাণে খুশির তুফান | ||
ঝ. মোস্তাফিজুর রহমান তূর্য | গায়ে আমার পুলক লাগে | ||
ঞ. সম্মেলক নৃত্য-গীত | তোমার আনন্দ ওই এলো দ্বারে | ||
৪ | একক পাঠ | ডালিয়া আহমেদ | বর্ষা মঙ্গল |
৫ | একক গান | তানিয়া মান্নান | মেঘের পরে মেঘ |
৬ | একক গান | খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম | এসো হে এসো সজল ঘন |
৭ | সম্মেলক গান | গীতাঞ্জলি | ক) পথিক মেঘের দল |
খ) শ্রাবণের গগনের গায় | |||
৮ | একক গান | সালমা আকবর | বন্ধু রহো রহো |
৯ | একক গান | অভীক দেব | এমন দিনে তারে বলা যায় |
১০ | একক গান | উর্মী রায় বর্ণা | শ্যামল ছায়া নাইবা গেলে |
১১ | একক গান | মহিউজ্জামান চৌধুরী ময়না | চিত্ত আমার হারালো |
১২ | একক গান | স্বাতী বিশ্বাস | আজি ঝড়ের রাতে তোমার |
১৩ | একক গান | অসীম দত্ত | মনে হলো জেন পেরিয়ে |
১৪ | একক গান | কাঞ্চন মোস্তফা | রিমিকি ঝিমিকি ঝরে |
১৫ | আবৃত্তি/পাঠ | ভাস্বর বন্দ্যোপাধ্যায় | লিপিকা থেকে 'বাণী' |
১৬ | একক গান | শুক্লা পাল সেতু | মধু গন্ধে ভরা |
১৭ | একক গান | সাজেদ আকবর | আজি শ্রাবণঘনগহন মোহে |
১৮ | একক গান | সুশান্ত রায় | আমার প্রিয়ার ছায়া |
১৯ | একক গান | এ টি এম জাহাঙ্গীর | বর্ষণ মন্দ্রিত |
যন্ত্রানুষঙ্গ: | |||
তবলা: এনামুল হক ওমর ও স্বরূপ হোসেন | |||
সেতার: ফিরোজ খান | |||
কীবোর্ড: রবিন্স চৌধুরী | |||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |
দ্বিতীয় অধিবেশন:
৫ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০১৯, শনিবার। সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে শুরু হয় রবীন্দ্র-উৎসব এর দ্বিতীয় অধিবেশন। ‘আকাশ জুড়ে শুনিনু’ সম্মেলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর সম্মেলক নৃত্যগীত ‘আমার প্রাণের মানুষ’পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন ‘উত্তরায়ণ’ এবং আমন্ত্রিত একক শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | শিল্পী | গান/কথা |
১ | সম্মেলক গান | ছায়ানট | আকাশ জুড়ে শুনিনু |
২ | সম্মেলক নৃত্য-গীত | ছায়ানট | আমার প্রাণের মানুষ |
৩ | একক গান | শ্রাবণী মজুমদার | জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ |
৪ | একক গান | সুদীপ সরকার | লক্ষী যখন আসবে |
৫ | একক গান | দীপ্তি তালুকদার | তোমার সুরে ধারা |
৬ | একক গান | আব্দুল ওয়াদুদ | মনে হলো পেরিয়ে এলেম |
৭ | একক গান | নাঈমা ইসলাম নাজ | আজি বিজন ঘরে |
৮ | একক পাঠ/আবৃত্তি | জহিরুল হক খান | |
৯ | সম্মেলক গান | উত্তরায়ণ | অরূপ, তোমার বাণী |
এই তো তোমার প্রেম | |||
১০ | একক গান | লিলি ইসলাম | কে দিল আবার আঘাত |
১১ | একক গান | শ্রেয়া ঘোষ পূজা | পূর্ণপ্রাণে চাবার যাহা |
১২ | একক গান | সুবাহ্ আকবর | তোমারি সেবক করো হে |
১৩ | একক গান | ফাহিম হোসেন চৌধুরী | |
১৪ | একক গান | নুসরাত জাহান সাথী | কাছে থেকে দূর রচিল |
১৫ | একক গান | সামিয়া আহসান | তোমারে জানি নে হে |
১৬ | সম্মেলক নৃত্য-গীত | ছায়ানট | পারবি না কি যোগ দিতে |
১৭ | একক পাঠ/আবৃত্তি | সুমনা বিশ্বাস | |
১৮ | একক গান | আঁখি হালদার | তুমি কোন্ কাননের ফুল |
১৯ | একক গান | চঞ্চল বড়াল | আমার প্রাণে গভীর গোপন |
২০ | একক গান | সুতপা সাহা | এখনো তারে চোখে দেখি নি |
২১ | একক গান | নাসরিন সুলতানা বাঁধন | বিরহ মধুর হল আজি |
২২ | একক গান | মানসী সাধু | যেথায় তোমার লুট হতেছে |
২৩ | একক গান | লাইসা আহমদ লিসা | |
২৪ | সম্মেলক গান | ছায়ানট | বজ্রে তোমার বাজে বাঁশি |
২৫ | সম্মেলক নৃত্য-গীত | ছায়ানট | পাগলা হাওয়ার বাদল-দিনে |
২৬ | জাতীয় সঙ্গীত | ||
যন্ত্রানুষঙ্গ: | |||
তবলা: সুবীর ঘোষ এবং গৌতম সরকার | |||
এস্রাজ: অসিত বিশ্বাস | |||
কীবোর্ড: ইফতেখার হোসেন সোহেল | |||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |