ফণ্ট ডাউনলোড


রবীন্দ্র-উৎসব ১৪২৬

  • ৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০১৯ ১৯:০০:০০ ঘটিকা
  • ৫ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯ ২১:৩০:০০ ঘটিকা
  • ছায়ানট মিলনায়তন

৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০১৯, শুক্রবার। ছায়ানটের দুদিনব্যাপী রবীন্দ্র-উৎসব -এর ্‌প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় ভবনের প্রথম তলায় রবীন্দ্রনাথের সম্মেলক গানের সাথে প্রদীপ প্রজ্জ্বালন করে উৎসবের উদ্বোধন হয়। এরপর স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের সহ-সভাপতি আবুল হাসনাত। এরপরপরই ছায়ানটের বিশেষ পরিবেশনা_গীতিনৃত্যালেখ্য - অনন্ত আনন্দধারা পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন 'গীতাঞ্জলি' ও আমন্ত্রিত একক শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। গান, পাঠ, আবৃত্তি ও নৃত্য দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। 

১ম দিনের অনুষ্ঠানসূচি: 

ক্রম বিষয় শিল্পী গান/কথা
সম্মেলক গান   বাজাও তুমি, কবি
স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন আবুল হাসনাত
ছায়ানটের বিশেষ পরিবেশনা_গীতিনৃত্যালেখ্য - অনন্ত আনন্দধারা
  ক. সম্মেলক নৃত্য-গীত বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
খ. অভয়া দত্ত আনন্দধারা বহিছে ভুবনে
গ. তাহমিদ ওয়াসিফ ঋভু  কী গাব আমি, কী শুনাব
ঘ. ফারজানা আক্তার পপি আজি এ আনন্দসন্ধ্যা
ঙ. পার্থ প্রতীম রায় সদা থাকো আনন্দে
চ. সেঁজুতি বড়ুয়া এত আনন্দধ্বনি 
ছ. সত্যম্‌ কুমার দেবনাথ হৃদয়বাসনা পূর্ণ হল
জ. সেমন্তী মঞ্জরী প্রাণে খুশির তুফান
ঝ. মোস্তাফিজুর রহমান তূর্য গায়ে আমার পুলক লাগে
ঞ. সম্মেলক নৃত্য-গীত তোমার আনন্দ ওই এলো দ্বারে
একক পাঠ ডালিয়া আহমেদ বর্ষা মঙ্গল
একক গান তানিয়া মান্নান মেঘের পরে মেঘ
একক গান খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম এসো হে এসো সজল ঘন
সম্মেলক গান গীতাঞ্জলি ক) পথিক মেঘের দল
খ) শ্রাবণের গগনের গায়
একক গান সালমা আকবর বন্ধু রহো রহো
একক গান অভীক দেব এমন দিনে তারে বলা যায়
১০ একক গান উর্মী রায় বর্ণা শ্যামল ছায়া নাইবা গেলে
১১ একক গান মহিউজ্জামান চৌধুরী ময়না চিত্ত আমার হারালো
১২ একক গান স্বাতী বিশ্বাস আজি ঝড়ের রাতে তোমার
১৩ একক গান অসীম দত্ত মনে হলো জেন পেরিয়ে
১৪ একক গান কাঞ্চন মোস্তফা রিমিকি ঝিমিকি ঝরে
১৫ আবৃত্তি/পাঠ ভাস্বর বন্দ্যোপাধ্যায় লিপিকা থেকে 'বাণী'
১৬ একক গান শুক্লা পাল সেতু মধু গন্ধে ভরা
১৭ একক গান সাজেদ আকবর আজি শ্রাবণঘনগহন মোহে
১৮ একক গান সুশান্ত রায় আমার প্রিয়ার ছায়া
১৯ একক গান এ টি এম জাহাঙ্গীর বর্ষণ মন্দ্রিত
       
  যন্ত্রানুষঙ্গ:    
  তবলা: এনামুল হক ওমর ও স্বরূপ হোসেন
  সেতার: ফিরোজ খান  
  কীবোর্ড: রবিন্স চৌধুরী  
  মন্দিরা: প্রদীপ কুমার রায়  

 

দ্বিতীয় অধিবেশন: 

৫ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০১৯, শনিবার। সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে শুরু হয় রবীন্দ্র-উৎসব এর দ্বিতীয় অধিবেশন। ‘আকাশ জুড়ে শুনিনু’ সম্মেলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর সম্মেলক নৃত্যগীত ‘আমার প্রাণের মানুষ’পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন ‘উত্তরায়ণ’ এবং আমন্ত্রিত একক শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

অনুষ্ঠানসূচি:

ক্রম বিষয় শিল্পী গান/কথা
সম্মেলক গান ছায়ানট আকাশ জুড়ে শুনিনু
সম্মেলক নৃত্য-গীত ছায়ানট আমার প্রাণের মানুষ
একক গান শ্রাবণী মজুমদার জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
একক গান সুদীপ সরকার লক্ষী যখন আসবে
একক গান দীপ্তি তালুকদার তোমার সুরে ধারা
একক গান আব্দুল ওয়াদুদ মনে হলো পেরিয়ে এলেম
একক গান নাঈমা ইসলাম নাজ আজি বিজন ঘরে
একক পাঠ/আবৃত্তি জহিরুল হক খান  
সম্মেলক গান  উত্তরায়ণ অরূপ, তোমার বাণী
এই তো তোমার প্রেম
১০ একক গান লিলি ইসলাম কে দিল আবার আঘাত
১১ একক গান শ্রেয়া ঘোষ পূজা পূর্ণপ্রাণে চাবার যাহা
১২ একক গান সুবাহ্‌ আকবর তোমারি সেবক করো হে
১৩ একক গান ফাহিম হোসেন চৌধুরী  
১৪ একক গান নুসরাত জাহান সাথী কাছে থেকে দূর রচিল
১৫ একক গান সামিয়া আহসান তোমারে জানি নে হে
১৬ সম্মেলক নৃত্য-গীত ছায়ানট পারবি না কি যোগ দিতে
১৭ একক পাঠ/আবৃত্তি সুমনা বিশ্বাস  
১৮ একক গান আঁখি হালদার তুমি কোন্‌ কাননের ফুল
১৯ একক গান চঞ্চল বড়াল আমার প্রাণে গভীর গোপন
২০ একক গান সুতপা সাহা এখনো তারে চোখে দেখি নি
২১ একক গান নাসরিন সুলতানা বাঁধন বিরহ মধুর হল আজি
২২ একক গান মানসী সাধু যেথায় তোমার লুট হতেছে
২৩ একক গান লাইসা আহমদ লিসা  
২৪ সম্মেলক গান ছায়ানট বজ্রে তোমার বাজে বাঁশি
২৫ সম্মেলক নৃত্য-গীত ছায়ানট পাগলা হাওয়ার বাদল-দিনে
২৬ জাতীয় সঙ্গীত    
       
  যন্ত্রানুষঙ্গ:    
  তবলা: সুবীর ঘোষ এবং গৌতম সরকার
  এস্রাজ: অসিত বিশ্বাস  
  কীবোর্ড: ইফতেখার হোসেন সোহেল  
  মন্দিরা: প্রদীপ কুমার রায়  

 


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..