নজরুল-উৎসব ১৪২৬
- ১০ শ্রাবণ ১৪২৬, ২৫ জুলাই ২০১৯ ১৯:০০:০০ ঘটিকা
- ১১ শ্রাবণ ১৪২৬, ২৬ জুলাই ২০১৯ ২১:৩০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
১০ শ্রাবণ ১৪২৬ (২৫ জুলাই ২০১৯), বৃহস্পতিবার। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় 'আনো আনো অমৃত বারি' সম্মেলক নৃত্য-গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো দুদিনব্যাপী ছায়ানটের নজরুল-উৎসব এর প্রথম অধিবেশন। এরপর কথনে ছিলেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। অনুষ্ঠানে একক, সম্মেলক গান ছাড়াও একক পাঠ ও আবৃত্তি এবং সম্মেলক ও একক নৃত্য পরিবেশিত হয়।
প্রথম অধিবেশনের অনুষ্ঠানসূচি:
ক্রম | পরিবেশন | শিল্পী | গান/কথা |
১ | উদ্বোধনী সম্মেলক নৃত্য-গীত | ছায়ানট | আনো আনো অমৃত বারি |
২ | কথন | অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী | |
৩ | একক গান | নাওশিন তাবাস্সুম অমি | অন্তরে তুমি আছো চিরদিন |
৪ | একক গান | সুপ্তিকা মন্ডল | এ নহে বিলাস বন্ধু |
৫ | একক গান | নুসরাত জাহান রুনা | হাসে আকাশে শুকতারা |
৬ | একক গান | সুমন চৌধুরী | মধুর নূপুর রুমুঝুমু বাজে |
৭ | একক গান | নাহিয়ান দুরদানা শুচি | বঁধু, আমি ছিনু বুঝি |
৮ | একক গান | সৈয়দা সনজিদা জোহরা বিথীকা | নয়নে নিদ্ নাহি |
৯ | একক পাঠ/আবৃত্তি | জয়ন্ত রায় | নারী |
১০ | একক গান | ইয়াকুব আলী খান | |
১১ | একক গান | প্রিয়াংকা গোপ | এসো বঁধু ফিরে এসো |
১২ | একক গান | জান্নাত-এ-ফেরদৌস লাকী | পরদেশী মেঘ |
১৩ | একক গান | ঐশ্বর্য সমদ্দার | গগনে সঘন চমকিছে |
১৪ | একক গান | তানভীর আহমেদ | ঐ ঘর ভোলানো সুরে |
১৫ | একক গান | শামিমা পারভীন শিমু | যাও যাও তুমি ফিরে |
১৬ | একক পাঠ | মাহমুদা আখতার | মোরা সবাই স্বাধীন, মোরা সবাই রাজা |
১৭ | সম্মেলক গান ও একক নৃত্য | গান-ছায়ানট | এসো হে সজল শ্যাম ঘন দেয়া |
নৃত্য- সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ | |||
১৮ | একক গান | আনিলা আমীর লামী | মালা গাঁথা শেষ না হতে |
১৯ | একক গান | বিটু কুমার শীল | সুরে ও বাণীর মালা দিয়ে |
২০ | একক গান | ফেরদৌস আরা | |
২১ | একক গান | বিভাষ রঞ্জন মৈত্র | আগুন জ্বালাতে আসিনি |
২২ | সম্মেলক গান | হিন্দোল | মোর ঘুমঘোরে এলে |
কে দিল খোঁপাতে | |||
২৩ | একক গান | সুমন মজুমদার | |
যন্ত্রানুষঙ্গ: | |||
তবলা: এনামুল হক ওমর ও স্বরূপ হোসেন | |||
এস্রাজ: অসিত বিশ্বাস | |||
কী-বোর্ড: ইফ্তেখার হোসেন সোহেল | |||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |
দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানসূচি:
ক্রম | পরিবেশন | শিল্পী | গান/কথা |
১ | সম্মেলক নৃত্য-গীত | ছায়ানট | রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে |
২ | একক গান | শুক্লা পাল সেতু | আমি গগন গহনে সন্ধ্যা-তারা |
৩ | একক গান | শরিফুর রহমান | দাঁড়ালে দুয়ারে মোর |
৪ | একক গান | অনন্যা শিলা শামসুদ্দিন | এ কি সুরে তুমি গান শোনালে |
৫ | একক গান | সেলিনা হোসেন | পূবালী পবনে বাঁশি বাজে |
৬ | একক গান | জারিন সুবাহ্ | খড়ের প্রতিমা পূজিস রে (মাটির প্রতিমা) |
৭ | একক পাঠ/আবৃত্তি | রফিকুল ইসলাম | সওদাগর |
৮ | একক গান | প্রমিতা দে | মরম-কথা গেলো সই |
৯ | সম্মেলক গান | নজরুল ইন্সটিটিউট | ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি |
১০ | একক গান | মোহিত খান | সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া |
১১ | একক গান | ইয়াসমিন মুশতারী | পরদেশী মেঘ যাওরে ফিরে |
১২ | সম্মেলক গান ও একক নৃত্য | গান-ছায়ানট, নৃত্য-ওয়ার্দা রিহাব | জয় হোক জয় হোক |
১৩ | একক গান | রেজাউল করিম | প্রিয়তম এতো প্রেম দিও না গো |
১৪ | একক গান | রোকসানা হোসেন মুন্নী | কে তুমি দূরের সাথি |
১৫ | একক গান | মফিজুর রহমান | ঝর ঝর বারি ঝরে |
১৬ | সম্মেলক গান | নজরুল ইন্সটিটিউট | ক) আজি রক্ত নিশি-ভোরে |
খ) আমি পূরব দেশের পুরনারী | |||
১৭ | একক গান | সালাউদ্দীন আহমেদ | ঝর ঝর ঝরে |
১৮ | একক পাঠ/আবৃত্তি | কৃষ্টি হেফাজ | |
১৯ | একক গান | অভিপ্রিয় চক্রবর্তী | ভরিয়া পরান শুনিতেছি গান |
২০ | একক গান | শ্রাবন্তী ধর | সে চলে গেছে বলে |
২১ | সম্মেলক গান | ছায়ানট | রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্ খেজুর পাতার |
২২ | একক গান | মাহমুদুল হাসান | যমুনা সিনানে চলে |
২৩ | একক গান | রওশন আরা সোমা | চেয়ো না সুনয়না আর চেয়ো না |
২৪ | একক গান | মইদুল ইসলাম | যাও মেঘ-দূত |
২৫ | একক গান | মনীষ সরকার | মনে রাখার দিন গিয়েছে |
২৬ | একক গান | বিজন চন্দ্র মিস্ত্রী | আমার শ্যামা মায়ের |
২৭ | সম্মেলক গান | ছায়ানট | ক) সবুজ শোভার ঢেউ |
খ) বরষা ঋতু এলো এলো | |||
২৮ | জাতীয় সঙ্গীত | ||
যন্ত্রানুষঙ্গ: | |||
তবলা: গৌতম সরকার ও ইফ্তেখার আলম ডলার | |||
বেহালা: শাহীন | |||
কী-বোর্ড: ইফ্তেখার হোসেন সোহেল | |||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |