ফণ্ট ডাউনলোড


শ্রোতার আসর: ভাদ্র ১৪২৬

  • ২৯ ভাদ্র ১৪২৬, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩০:০০ ঘটিকা
  • ২৯ ভাদ্র ১৪২৬, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩০:০০ ঘটিকা
  • রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র

২৯ ভাদ্র ১৪২৬ (১৩ সেপ্টেম্বর ২০১৯),শুক্রবার। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয় ছায়ানটের শ্রোতার আসর। এবারের আসরের পরিবেশনা লোকসঙ্গীত, শিল্পী চন্দনা মজুমদার। শুরুতে নবীন শিল্পী হিসেবে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিক্ষক সহযোগী মো. মানিক, শাহ আব্দুল করিম-এর 'প্রাণনাথ ছাড়িয়া যাইওনা মোরে' এবং জালালউদ্দিন খাঁ -এর 'ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে ' গান দুটি পরিবেশন করেন। এরপর ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিক্ষক এবং বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, লালন সাঁই-এর 'জগত মুক্তিতে ভোলালেন সাঁই'ও 'নিগুম বিচারে সত্য' সহ আরো বেশ কিছু লোকসঙ্গীত পরিবেশন করেন।

 

 

 

 


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১ পৌষ ১৪৩০
বিজয় দিবস ২০২৩