ফণ্ট ডাউনলোড


নব যুগ ঐ এল ঐ: নজরুলজয়ন্তী ১৪২৭

  • ১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০ ১৯:০০:০০ ঘটিকা
  • ১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০ ১৯:৫২:০০ ঘটিকা
  • ইউটিউব

বাঙালির হাজার বছরের ঋদ্ধ ইতিহাসে অনন্য এক নাম কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িকতা ও মানবতার তূর্যবাদক নজরুল বাঙালির দুর্দিন ও সংকটকালের চিরবন্ধু। নজরুল-চেতনাকে ধারণ করে বাঙালি আজ মহাদুর্যোগের এই অন্ধকার পথ পাড়ি দিতে চায়। ১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০ সোমবার নজরুলের জন্মদিনে ছায়ানটের ইউটিউব চ্যানেল, CHHAYANAUT DIGITAL-PLATFORM-এ সন্ধ্যা ৭টায় প্রকাশ হলো ছায়ানটের নিবেদন ‘নব যুগ ঐ এল ঐ’

 

নজরুলজয়ন্তী উপলক্ষে ছায়ানটের এই শ্রদ্ধা নিবেদন ইউটিউবে দেখতে পাবেন এই ঠিকানায়: https://youtu.be/AD2qZTXYI_M

 

অনুষ্ঠানক্রম

১.   দুর্গম গিরি কান্তার মরু – সম্মেলক

২.   কথন – সন্‌জীদা খাতুন

৩.   থৈ থৈ জলে ডুবে গেছে পথ – শাহীন সামাদ

৪.   আজ বাদল ঝরে – সুমন মজুমদার

৫.   দীপ নিভিয়াছে ঝড়ে – নাসিমা শাহীন ফ্যান্সি

৬.   ঝর ঝর ঝরে শাওন ধারা – বিজন চন্দ্র মিস্ত্রী

৭.   রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে – সুস্মিতা দেবনাথ শুচি

৮.   "রুদ্র মঙ্গল" প্রবন্ধের নির্বাচিত অংশ – জহিরুল হক খান

৯.   শাওন রাতে যদি স্মরণে আসে মোরে – রেজাউল করিম

১০. সজল-কাজল-শ্যামল এসো – শারমিন সাথী ইসলাম

১১. শাওন আসিল ফিরে – মোহিত খান

১২. সোনার হিন্দোলে কিশোর কিশোরী দোলে – খায়রুল আনাম শাকিল

১৩. বল ভাই মাভৈঃ মাভৈঃ – সম্মেলক

 

সম্মেলক দল

অমিত আচার্য্য হিমেল

কানিজ হুসনা আহ্‌ম্মাদী সিমপী

তানভীর আহমেদ

নাহিয়ান দুরদানা শুচি

মনীষ সরকার

সুপ্তিকা মণ্ডল

সৈয়দা সনজিদা জোহরা বীথিকা

হারাধন চন্দ্র সাহা

 

যন্ত্রাণুষঙ্গ

তবলা – এনামুল হক ওমর

কিবোর্ড – রবিন্স চৌধুরী

 

কুশলী

সুব্রত সাহা

রাফিউল হক অন্তর

 

সম্পাদনা

খন্দকার অপু


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..