ফণ্ট ডাউনলোড


বিজয় দিবস ২০২০

  • ১ পৌষ ১৪২৭, ১৬ ডিসেম্বর ২০২০ ১৫:৪০:০০ ঘটিকা
  • ১ পৌষ ১৪২৭, ১৬ ডিসেম্বর ২০২০ ১৬:৩১:০০ ঘটিকা
  • অনলাইন- ইউটিউব, ফেইসবুক

বিজয় দিবসে ছায়ানটের নিবেদন

'আমাদের এই পতাকা'

২০১৫ খ্রিষ্টাব্দ থেকে বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কেন্দ্রীয় খেলার মাঠে সবাইকে নিয়ে দেশের গান গাইবার আয়োজন করে আসছে ছায়ানট। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে এবারে সেই আয়োজন সম্ভব হচ্ছে না। তবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ১৬ ডিসেম্বর বিকাল ৩টা ৪০ মিনিটে অনলাইনে ছায়ানট নিবেদন করছে “আমাদের এই পতাকা”। পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের সময় বিকেল ৪টা ৩১ মিনিটে জাতীয় সঙ্গীত গেয়ে বরাবরের মতো অনুষ্ঠানটি শেষ হয়েছে। 

 

 ছায়ানটের ফেইসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠান দেখবার ইউটিব লিংক: https://youtu.be/TWJQMXmNLaY


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..