বিজয় দিবসের অনুষ্ঠান
- ২ পৌষ ১৪২৫, ১৬ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৫:০০ ঘটিকা
- ২ পৌষ ১৪২৫, ১৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৪:০০ ঘটিকা
-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ
৩ পৌষ ১৪২৫, ১৭ ডিসেম্বর ২০১৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মহান বিজয়-দিবস উদ্যাপনের ধারাবাহিকতায় ছায়ানটের এবারের আয়োজন অনুষ্ঠিত হয় গতকাল ২ পৌষ ১৪২৫, ১৬ ডিসেম্বর ২০১৮ বিকাল পোনে চারটায়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এবং ছায়ানটের নির্বাহী-সভাপতি ডা. সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। সকলে মিলে দেশগান গাইবার এ নৃত্যগীতানুষ্ঠান যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এবারে ছিল ৮টি সম্মেলক গান, সাথে সম্মেলক নৃত্য। একক গান পরিবেশন করেন ডালিয়া নওশিন ও সেমন্তি মঞ্জরী এবং কবি তারিক সুজাতের কবিতা আবৃত্তি করেন আব্দুস সবুর খান চৌধুরী। আবৃত্তির সাথেও নৃত্য পরিবেশিত হয়েছে। হাজারো কণ্ঠ মিলেছে গান আর স্লোগানে। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির পূর্ণাঙ্গ বিজয়ের সময়, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেলের মাহেন্দ্রক্ষণকে লক্ষ্যে রেখে, সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে সমাপ্তি টানা হয় আয়োজনের।
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | বর্ণনা | রচয়িতা | পরিবেশনা |
১ | জাতীয় সঙ্গীত | রবীন্দ্রনাথ ঠাকুর | সম্মেলক | |
২ | নৃত্যগীত | আমরা মিলেছি আজ | রবীন্দ্রনাথ ঠাকুর | সম্মেলক |
৩ | একক গান | সবারে বাসরে ভাল | অতুলপ্রসাদ সেন | সেমন্তি মঞ্জরী |
৪ | নৃত্যগীত | ব্যর্থ প্রাণের আবর্জনা | রবীন্দ্রনাথ ঠাকুর | সম্মেলক |
৫ | নৃত্যগীত | চল্ চল্ চল্ | কাজী নজরুল ইসলাম | সম্মেলক |
৬ | একক গান | এ কী অপরূপ রূপে মা | কাজী নজরুল ইসলাম | ডালিয়া নওশীন |
৭ | নৃত্যগীত | সংঘ শরণ তীর্থযাত্রা | কাজী নজরুল ইসলাম | সম্মেলক |
৮ | নৃত্যগীত | হিমালয় থেকে সুন্দরবন | সুকান্ত ভট্টাচার্য | সম্মেলক |
৯ | একক আবৃত্তি ও দলীয় নৃত্য | মতিউরকে কি তোমার মনে পড়ে | তারিক সুজাত |
আব্দুস সবুর খান (আবৃত্তি) নৃত্য (সম্মেলক) |
১০ | নৃত্যগীত | হেঁইয়োঁরে হেঁইয়োঁ | আব্দুল করিম | সম্মেলক |
১১ | নৃত্যগীত | আমি টাকডুম টাকডুম বাজাই | মীরাদেব বর্মণ | সম্মেলক |
১২ | নৃত্যগীত | লাখো লাখো শহীদের | আব্দুল লতিফ | সম্মেলক |
১৩ | জাতীয় সঙ্গীত |