ফণ্ট ডাউনলোড


তোমাদের স্মরি

  • ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ১১ জুন ২০২১ ২০:০০:০০ ঘটিকা
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ১১ জুন ২০২১ ২১:১০:০০ ঘটিকা
  • অনলাইন - ইউটিউব

অতিমারির এই দুঃসময়ে, গত এক বছরের অধিককালে ছায়ানট হারিয়েছে অনেক আপনজন, শিল্পী, সুহৃদ্‌কে। যাত্রাপথের সাথী, সঙ্গীতে নিবেদিতপ্রাণ সেসব বরেণ্য শিল্পী ও শিক্ষকদের স্মরণ করেছে ছায়ানট।
আজাদ রহমান, জোসেফ কমল রড্রিক্স, ফ্লোরা আহমেদ, নীলোৎপল সাধ্য, সঞ্জীব দে ও সুমন নরম্যান কাম্পুর প্রতি ছায়ানটের শ্রদ্ধা নিবেদন, “তোমাদের স্মরি” প্রচারিত হয় ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ১১ জুন ২০২১, শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৮টায়, ছায়ানটের ইউটিউব চ্যানেলে (youtube.com/ChhayanautDigitalPlatform)।

ইউটিউব লিংক: https://youtu.be/8FSpDkU8p2o

ছায়ানটের ফেইসবুক গ্রুপেও (facebook.com/groups/chhayanaut) অনুষ্ঠানটির ভিডিও দেখা যাবে।


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..