ফণ্ট ডাউনলোড


স্মরণ

  • ৫ আষাঢ় ১৪২৮, ১৯ জুন ২০২১ ২০:০০:০০ ঘটিকা
  • ৫ আষাঢ় ১৪২৮, ১৯ জুন ২০২১ ২১:১০:০০ ঘটিকা
  • অনলাইন - ইউটিউব ও ফেইসবুক

ছায়ানটের দীর্ঘ পথ চলায় নানা সময়ে যুক্ত হয়েছেন অনেক গুণী মানুষ। তাঁদের আন্তরিকতাধন্য হয়ে এগিয়ে চলেছে ছায়ানট। অতিমারির সঙ্কটকালে ছায়ানট হারিয়েছে তেমন ক’জন গুণী সংস্কৃতিসেবীকে। সেই পরমাত্মীয়দের স্মরণ করবার উদ্যোগ নিয়েছে ছায়ানট।
কামাল লোহানী, শামসুজ্জামান খান, বশিরুল হক, আলী যাকের, জিয়াউদ্দিন তারিক আলী ও গালিব আহসান খানের প্রতি ছায়ানটের শ্রদ্ধা নিবেদন "স্মরণ"।
প্রচারিত হয় ৫ আষাঢ় ১৪২৮, ১৯ জুন ২০২১, শনিবার, বাংলাদেশ সময় রাত ৮টায়- 

অনুষ্ঠানের ইউটিউব লিংক: https://youtu.be/gH1XIKCLZ7M


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..