বর্ষবরণ ১৪২৯
- ১ বৈশাখ ১৪২৯, ১৪ এপ্রিল ২০২২ ০৬:১৫:০০ ঘটিকা
- ১ বৈশাখ ১৪২৯, ১৪ এপ্রিল ২০২২ ০৮:৩০:০০ ঘটিকা
-
রমনা বটমূল
ধর্ম বর্ণ-নির্বিশেষে বাঙালির প্রাণের উৎসব, নতুন বর্ষবরণ। ১ বৈশাখ ১৪২৯, ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ভোর সোয়া ছ'টায় "নব আনন্দে জাগো" এই আহ্বান নিয়ে সাজানো হয়েছে রমনার বটমূলের প্রভাতী আয়োজন।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে- বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠান দেখা যাচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেলে (youtube.com/ChhayanautDigitalPlatform) ও ফেইসবুক পেইজে (facebook.com/chhayanaut1961)।
অনুষ্ঠানসূচি:
১ | রাগ রামকেলী | আলাপ (কণ্ঠ) | শ্রাবন্তী ধর | |
মন, জাগ' মঙ্গললোকে | সম্মেলক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | বিশেষ দল | |
২ | রাগ আহীর ভৈরব | আলাপ (সেতার) | এবাদুল হক সৈকত | |
৩ | অরুণকান্তি কে গো যোগী ভিখারি | একক গান | কাজী নজরুল ইসলাম | বিজন চন্দ্র মিস্ত্রী |
৪ | রাগ টোড়ি | আলাপ (কণ্ঠ) | বিটু কুমার শীল | |
জাগো জাগো খোলো গো আঁখি | একক গান | কাজী নজরুল ইসলাম | সুস্মিতা দেবনাথ শুচি | |
৫ | রাগ রামকেলী | আলাপ (এস্রাজ) | অসিত বিশ্বাস | |
৬ | এ কী সুগন্ধহিল্লোল বহিল | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | সত্যম্ কুমার দেবনাথ |
৭ | রাগ ভৈরবী-রামকেলী | আলাপ (সেতার) | ফিরোজ খান | |
৮ | গাও বীণা, বীণা গাও রে | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | লাইসা আহমদ লিসা |
৯ | রাগ বৃন্দাবনী সারং | আলাপ (বাঁশি) | মর্তুজা কবির মুরাদ | |
১০ | আনো আনো অমৃত বারি | একক গান | কাজী নজরুল ইসলাম | খায়রুল আনাম শাকিল |
১১ | রাগ ভৈরবী | আলাপ (কণ্ঠ) | অভিজিৎ কুণ্ডু | |
প্রভাত বীণা তব বাজে হে | সম্মেলক গান | কাজী নজরুল ইসলাম | বিশেষ দল | |
১২ | জাগো অরুণ-ভৈরব জাগো হে | একক গান | কাজী নজরুল ইসলাম | মাকসুদুর রহমান খান মোহিত |
১৩ | বরিষ ধরা-মাঝে শান্তির বারি | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | অভয়া দত্ত |
১৪ | কেন বাণী তব নাহি শুনি নাথ হে | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | তাহমিদ ওয়াসিফ ঋভু |
১৫ | অন্তরে তুমি আছ চিরদিন | একক গান | কাজী নজরুল ইসলাম | শাহীন সামাদ |
১৬ | নূতন প্রাণ দাও, প্রাণসখা | সম্মেলক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | বড়দের দল |
১৭ | ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | তানিয়া মান্নান |
১৮ | প্রাণে খুশির তুফান উঠেছে | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | এ টি এম জাহাঙ্গীর |
১৯ | বিপদে মোরে রক্ষা করো | সম্মেলক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | ছোটদের দল |
২০ | বৈশাখ | পাঠ | রবীন্দ্রনাথ ঠাকুর | ভাস্বর বন্দ্যোপাধ্যায় |
২১ | আজ সকালে সূর্য ওঠা সফল হ'ল মম | একক গান | কাজী নজরুল ইসলাম | কানিজ হুসনা আহ্ম্মাদী |
২২ | ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে | সম্মেলক গান | কাজী নজরুল ইসলাম | ছোটদের দল |
২৩ | এত আলো বিশ্বমাঝে | একক গান | রজনীকান্ত সেন | সুতপা সাহা |
২৪ | পারবি না কি যোগ দিতে | সম্মেলক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | বড়দের দল |
২৫ | আপন কাজে অচল হলে | একক গান | অতুলপ্রসাদ সেন | সেমন্তী মঞ্জরী |
২৬ | নবীন আশা জাগল যে রে আজ | সম্মেলক গান | কাজী নজরুল ইসলাম | ছোটদের দল |
২৭ | আজি গাও মহাগীত | একক গান | দ্বিজেন্দ্রলাল রায় | সুমন মজুমদার |
২৮ | যদি তোর হৃদ্যমুনা | একক গান | অতুলপ্রসাদ সেন | শারমিন সাথী ইসলাম |
২৯ | বাংলাভূমির প্রেমে আমার | সম্মেলক গান | গুরু সদয় দত্ত | ছোট ও বড়দের দল |
৩০ | মানুষ গুরু নিষ্ঠা যার | একক গান | লালন সাঁই | বিমান চন্দ্র বিশ্বাস |
৩১ | আজ নয়া বছর নয়া মাস | একক গান | নুরুল ইসলাম জাহিদ | এরফান হোসেন |
৩২ | নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে | সম্মেলক গান | গিরীন চক্রবর্তী | ছোট ও বড়দের দল |
৩৩ | কথন | পাঠ | ডালিয়া আহমেদ | |
বৈশাখ হে, মৌনী তাপস | আবৃত্তি | রবীন্দ্রনাথ ঠাকুর | ||
৩৪ | হৃদয়ে বাঙালি জাতি..........জাগ্রত হওয়ার আয়োজন | কথন | সারওয়ার আলী | |
৩৫ | নব আনন্দে জাগো (আংশিক) | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | সন্জীদা খাতুন |
৩৬ | সকল লোভ-বিদ্বেষ-অসহিষ্ণুতা কাটিয়ে .......শুভ নববর্ষ!! | কথন | সারওয়ার আলী | |
৩৭ | জাতীয় সঙ্গীত | সকলে |