রবীন্দ্রপ্রয়াণদিবস ১৪২৯
- ২২ শ্রাবণ ১৪২৯, ০৬ অগাস্ট ২০২২ ১৯:০০:০০ ঘটিকা
- ২২ শ্রাবণ ১৪২৯, ০৬ অগাস্ট ২০২২ ২০:৩০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
রবীন্দ্রপ্রয়াণদিবসে ছায়ানটের নিবেদন
২২ শ্রাবণ ১৪২৯, ৬ অগাস্ট ২০২২, শনিবার
সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে
অনুষ্ঠান সরাসরি দেখা গেছে ছায়ানটের ফেইসবুক পেইজ (facebook.com/chhayanaut1961) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/ChhayanautDigitalPlatform)।
অসুষ্ঠানসূচি:
ক্রম | শিরোনাম বা বিষয় | শিল্পী/বক্তা | |
১ | সম্মেলক গান | শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে | ছায়ানট |
২ | একক গান | সীমার মাঝে, অসীম, তুমি | সেমন্তী মঞ্জরী |
যেতে দাও যেতে দাও গেল যারা | |||
৩ | একক গান | সঘন গহন রাত্রি | এ টি এম জাহাঙ্গীর |
কোলাহল তো বারণ হল | |||
৪ | একক গান | আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি | সত্যম্ কুমার দেবনাথ |
যাওয়া-আসারই এই কি খেলা | |||
৫ | পাঠ | লিপিকা/ 'মেঘলা দিনে' | সুমনা বিশ্বাস |
৬ | একক গান | আজি তোমায় আবার চাই শুনাবারে | ফারজানা আক্তার পপি |
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান | |||
৭ | একক গান | আমারে করো জীবনদান | মোস্তাফিজুর রহমান তূর্য |
আজ শ্রাবণের আমন্ত্রণে | |||
৮ | একক গান | যদি হল যাবার ক্ষণ | সেঁজুতি বড়ুয়া |
যে রাতে মোর দুয়ারগুলি | |||
৯ | একক গান | ওই মরণের সাগরপারে | আবদুল ওয়াদুদ |
এসো গো জ্বেলে দিয়ে যাও | |||
১০ | একক গান | শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায় | লাইসা আহমদ লিসা |
তোমায় নতুন করে পাব ব'লে | |||
১১ | আবৃত্তি | বিষ্টি পড়ে টাপুর টুপুর | জহিরুল হক খান |
১২ | সম্মেলক গান | শ্রাবণের গগনের গায় | ছায়ানট |
১৩ | সম্মেলক গান | কোন্ পুরাতন প্রাণের টানে | ছায়ানট |
১৪ | জাতীয় সঙ্গীত | ||
যন্ত্রানুষঙ্গ: | |||
তবলা: | ক) এনামুল হক ওমর | ||
খ) গৌতম সরকার | |||
সেতার: | ফিরোজ খান | ||
বেহালা: | সুনীল দাস | ||
মন্দিরা: | প্রদীপ রায় | ||
কীবোর্ড: | রবিন্স চৌধুরী |