ফণ্ট ডাউনলোড


প্রকাশনা অনুষ্ঠান - "গীতবিতান: তথ্য ও ভাবসন্ধান"

  • ৪ মাঘ ১৪২৫, ১৭ জানুয়ারি ২০১৯ ১৮:০০:০০ ঘটিকা
  • ৪ মাঘ ১৪২৫, ১৭ জানুয়ারি ২০১৯ ১৯:০০:০০ ঘটিকা
  • রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন

৪ মাঘ ১৪২৫, ১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার। ছায়ানট থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের গানের বিশ্লেষণ ও তথ্য সমৃদ্ধ গ্রন্থ ‘গীতবিতান:তথ্য ও ভাবসন্ধান’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীত বিষয়ক গ্রন্থের প্রথম খণ্ডের প্রকাশনা অনুষ্ঠান হলো ছায়ানট সংস্কৃতি-ভবনের তিনতলাস্থ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে। "প্রথম যুগের উদয়দিগঙ্গনে" সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বক্তব্য রাখেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং গ্রন্থটির সম্পাদক সন্‌জীদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। "কান্নাহাসির-দোল-দোলানো পৌষ ফাগুনের পালা" সম্মেলক গান ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

গ্রন্থটি ছায়ানট সংস্কৃতি-ভবনের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। পরিবেশক নবযুগ প্রকাশনীর মাধ্যমে একুশের বইমেলায় এবং জানুয়ারির শেষ বুধবারে শুরু হতে যাওয়া কলকাতা বই মেলায় গ্রন্থটি পাওয়া যাবে।

 


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..