শ্রোতার আসর: কার্তিক ১৪২৯
- ১২ কার্তিক ১৪২৯, ২৮ অক্টোবর ২০২২ ১৭:০০:০০ ঘটিকা
- ১২ কার্তিক ১৪২৯, ২৮ অক্টোবর ২০২২ ১৯:০০:০০ ঘটিকা
-
রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন
১২ কার্তিক ১৪২৯, ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার। ছায়ানটের তিন তলাস্থ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর।
এ আসরে গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী চন্দনা মজুমদার। শুরুতে ২টি গান পরিবেশন করেন নবীন শিল্পী মহিতোষ কুমার মণ্ডল।
অনুষ্ঠানসূচি
ক্রম | শিল্পী | গানের কথা | রচয়িতা | ||
ক | মহিতোষ কুমার মণ্ডল | ১ | কালার প্রেমে এতো জ্বালা | বিজয় সরকার | |
২ | আমি কিরূপ হেরিনু মধুর মুরতি | দ্বিজ ভীম | |||
খ | চন্দনা মজুমদার | ১ | ভক্তি দাও হে যাতে চরণ পাই | লালন সাঁই | |
২ | নিগম বিচারে সত্য তাই গেলো যে জানা | লালন সাঁই | |||
৩ | আল্লাহ বলো মন রে পাখী | লালন সাঁই | |||
৪ | কে তোমারে এ বেশ ভূষণ | লালন সাঁই | |||
৫ | মন চোরারে কোথা পাই | লালন সাঁই | |||
৬ | কবে হবে সজল বর্ষা | লালন সাঁই | |||
৭ | ক্ষ্যাপারে পাগলরে তোর আপন ঘরে | বিজয় সরকার | |||
৮ | বিমনা বনের পাখিরে | বিজয় সরকার | |||
৯ | আমার প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে গো | রাধারমন দত্ত | |||
১০ | তোমারে না দেখলে রাধার | রাধারমন দত্ত | |||
১১ | তোমার ইচ্ছায় চলে গাড়ি | শাহ্ আব্দুল করিম | |||
১২ | দেখলে ছবি পাগল হবি | জালাল উদ্দিন খাঁ | |||
যন্ত্রাণুষঙ্গ | |||||
তবলা: | স্বরূপ হোসেন | ||||
ঢোল: | দশরথ দাস | ||||
দোতরা: | রতন কুমার রায় | ||||
মন্দিরা: | প্রদীপ কুমার রায় | ||||