সংস্কৃতি-ভবন > নির্মাণ

হালনাগাদ: ২৬ অগ্রহায়ণ ১৪৩০/ ১১ ডিসেম্বর ২০২৩

ছায়ানট সংস্কৃতি-ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০০২ সালের ১৫ই মে। নানা জটিলতায় নির্মাণ স্থগিত ছিল ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত। নির্মাণ সম্পূর্ণ হবার আগেই, সংস্কৃতি-ভবনে নিয়মিত কার্যক্রম শুরু হয় ২০০৬ সালের জুলাই মাসে। বাকি কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হয়েছে। ২০০৭ সালে সম্পূর্ণ হয় ছায়ানট সংস্কৃতি-ভবনের নির্মাণ। তবে এখনো ছায়ানট মিলনায়তনের আলোক ও শব্দব্যবস্থা সম্পূর্ণ হয়নি।

সংস্কৃতি-ভবন নির্মিত হয়েছে ছায়ানটের সঞ্চিত অর্থ ও সমমানসিকতার মানুষের দান-ধ্যান দিয়ে। ভবন নির্মাণের ব্যয় ছয় কোটি টাকার উপরে। এক বিঘা জমির উপর ছয় তলা ভবনের মেঝের পরিমাণ ৩৯ হাজার বর্গ ফুট। গাড়ি রাখার ব্যবস্থা বেইসমেন্টে। মোট ৪১টি কক্ষের মধ্যে শ্রেণি কক্ষ ২২টি। বাকি কক্ষগুলো কার্যালয়, গবেষণাগার, সংগ্রহশালা এবং রক্ষণাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনে আছে আলাদা মিলনায়তন, মিলনকেন্দ্র, বক্তৃতা কক্ষ, পাঠাগার ও শব্দধারণকেন্দ্র।

​​​​​​​