অন্যান্য কার্যক্রম

হালনাগাদ: ২৬ অগ্রহায়ণ ১৪৩০/ ১১ ডিসেম্বর ২০২৩

সাংস্কৃতিক প্রতিরোধ থেকে স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত বাঙালির যে পথপরিক্রমণ সেই গৌরবের অংশী ছায়ানট। স্বাধীনতার পর সংস্কৃতি ও সঙ্গীতচর্চাকে আরো ব্যাপক ও নিবিড় করে তোলার সৃষ্টিশীল সাধনায় নিমগ্ন এই সংগঠন। সাংস্কৃতিক সাক্ষরতা ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে দিনে দিনে গ্রহণ করছে বিভিন্ন কার্যক্রম। নিয়মিত কর্মকাণ্ড সঙ্গীতবিদ্যায়তন, নালন্দাশিকড়সুরের জাদু-রঙের জাদুশ্রোতার আসর, ত্রৈমাসিক প্রকাশনা বাংলাদেশের হৃদয় হতে  ছাড়াও বর্তমানে পরিচালিত হচ্ছে দেশব্যাপী সঙ্গীত শিক্ষা কাযর্ক্রম ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা, বাংলাভাষা ও সাহিত্যের অনুশীলন কার্যক্রম ভাষার আলাপ ও পাঠচক্র এবং চলচ্চিত্র: প্রদর্শন ও পাঠ। ভাষা ও সঙ্গীত, সাহিত্য, নাটক, চলচ্চিত্র, চারুশিল্প, নৃত্যসহ শিল্পকলার যাবতীয় ক্ষেত্রে এবং সংস্কৃতি চর্চার ভিত্তি হিসেবে যথাযথ সাধারণ শিক্ষায় প্রসারিত হয়ে চলেছে ছায়ানটের কর্মোদ্যম।