লক্ষ্য ও উদ্দেশ্য
হালনাগাদ: ৭ মাঘ ১৪৩০/ ২১ জানুয়ারি ২০২৪
শিক্ষা মানুষ প্রবর্তিত একটি প্রপঞ্চ। তারই মাধ্যমে মানুষ পরবর্তী প্রজন্মে সঞ্চালিত করে তার আহরিত জ্ঞান তথ্য সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতি। স্নেহ-যত্নের প্রকাশে শিশুর কায়মনের তৃষ্ণা ও অপূর্ণতার বোধ কেটে যায়, আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং গ্রহণ-প্রক্রিয়া বেগ পায়, জাগ্রত হয় ভালোবাসার বোধ, অধিকারবোধ। শিশুকে সৃজনশীল, সংবেদনশীল, জিজ্ঞাসু, শ্রমনিষ্ঠ, উদ্যোগী করে গড়ে তোলা প্রয়োজন। প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমতসহিষ্ণুতা ও রসবোধ জাগানো। পাঠ্যবই, বিদ্যালয়, প্রকৃতি ও সমাজ-সংস্কৃতি থেকে শেখা তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি কেবল তত্ত্বীয় পর্যায়ে না রেখে জীবনের কাজে লাগানো জরুরি। নালন্দা শিশুদের পরীক্ষায় ভালো ফলাফলের চাইতে জ্ঞানউন্মুখ করে তুলতে আগ্রহী।