সব একসাথে

সঙ্গীতবিদ্যায়তনে ১৪৩১ শিক্ষাবর্ষে ভর্তি, অনলাইন আবেদন

প্রকাশকাল: ২০ ফাল্গুন ১৪৩০/ ০৪ মার্চ ২০২৪ / হালনাগাদ: ২৩ মাঘ ১৪৩১/ ০৬ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনপত্র পাওয়া যাবে:

চৈত্র ১৪৩০, ১৮ মার্চ ২০২৪, সোমবার পর্যন্ত

 

আবেদনপত্রের মূল্য:

৳ ৫০০.০০ (পাঁচ শত টাকা)

 

অনলাইনে আবেদনের প্রক্রিয়া:

  • এই পাতার নিচে ভর্তির অনলাইন আবেদনপত্রের লিংক-এ ক্লিক করুন
  • যেই বিভাগে আবেদন করতে চান, সেই বরাবর ডানদিকে আবেদন করুন-এ ক্লিক করুন
  • কার্যক্রম পরিচিতি, ভর্তি-নিবন্ধন-অর্থ পরিশোধ সংক্রান্ত নিয়ম এবং অপরিহার্য চর্চার বিষয় মনোযোগ দিয়ে পড়ুন এবং পাতার নিচে সম্মতিজ্ঞাপনের ট্যাব-এ ক্লিক করুন
  • আবেদনপত্রের নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করুন
  • সব ফিল্ড পূরণ করবার পরে আবেদন সম্পন্ন করুন-এ ক্লিক করুন
  • পেমেন্ট অপশন নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন (উল্লেখ্য কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে)
  • পেমেন্ট সফল হলে আবেদনপত্র ডাউনলোড করবার অপশন আসবে, আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করুন
  • ১০ সেকেন্ডের মধ্যে আবেদনপত্র ডাউনলোডের অপশন না এলে “If you are not redirected within 10 seconds, click here” এই লেখার click here-এ ক্লিক করুন; অথবা ব্রাউজের পেইজ রিফ্রেশ করুন; ব্রাউজার বন্ধ করবেন না
  • আবেদনপত্র প্রিণ্ট করবার পর নির্ধারিত স্থানে সই করুন এবং নির্ধারিত স্থানে দুটি পাসপোর্ট আকারের ছবি নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করুন
  • আবেদনপত্রে লিখিত ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনপত্রে (অবশ্যই ২টি পাসপোর্ট আকারের ছবি ও সইসহ) নিজ জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (ফটোকপি) এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (ফটোকপি) সংযুক্ত করে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে
  • বাংলাদেশের নাগরিক না হলে বাংলাদেশে অবস্থানের বৈধতার সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে
  • জন্মনিবন্ধন সনদ/ জাতীয় পরিচয়পত্র ও ভর্তির আবেদনপত্রের মধ্যে তথ্যের গরমিল পেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে

 

আবেদনকারীর বয়স (৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে):

· সঙ্গীত-পরিচয় (এক বছর মেয়াদি): অন্তত ৭ বছর  [আবেদনের সময় শেষ]

· সঙ্গীত-সূচনা, শিশু বিভাগ: ১০ থেকে ১৩ বছর  [আবেদনের সময় শেষ]

· সঙ্গীত-সূচনা, সাধারণ (রবীন্দ্র/ নজরুল/ লোকসঙ্গীত): অন্তত ১৪ বছর  [আবেদনের সময় শেষ]

· শুদ্ধসঙ্গীত: অন্তত ১০ বছর -শুদ্ধসঙ্গীত (কণ্ঠ), তবলা, সেতার, বেহালা, বাঁশি [আবেদনের সময় শেষ]

· নৃত্যকলা: অন্তত ৮ বছর  [আবেদনের সময় শেষ]

 

ভর্তির অনলাইন আবেদনপত্রের লিংক

বি.দ্র. আবেদনপত্র পূরণ ও পেমেন্টের পরে ডাউনলোডের অপশন পাওয়ার জন্য ব্রাউজারে অপেক্ষা করতে হবে, প্রয়োজনে পেইজ রিফ্রেশ করতে হতে পারে। তারপরেও পাওয়া না গেলে sb.chhayanaut.adm@gmail.com ঠিকানায় ট্রানস্যাকশন ডিটেইল ইমেইলে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

__________________________________________________________

যোগাযোগ:

অভ্যর্থনাকেন্দ্র

ফোন: 01730-482462 (দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা, বুধবার বন্ধ)

সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়

ফোন: 01730-482463 (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা, মঙ্গলবার ও বুধবার বন্ধ)

ইমেইল: sb.chhayanaut.st@gmail.com