নৃত্য-উৎসব ১৪৩০
হালনাগাদ: ২৯ পৌষ ১৪৩১/ ১৩ জানুয়ারি ২০২৫
আরম্ভের সময় | ১১ ফাল্গুন ১৪৩০/ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৩০ ঘটিকা |
সমাপ্তির সময় | ১১ ফাল্গুন ১৪৩০/ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
১১ ফাল্গুন ১৪৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হলো ছায়ানটের নৃত্য-উৎসব।
উৎসবে পরিবেশিত হয়েছে মণিপুরি, ভরতনাট্যম্, ওড়িশি, গৌড়ীয় ও কত্থক নৃত্য। শুরুতে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে। অনুষ্ঠানের লিংক: https://fb.watch/qpNZLu5MF7/