ভাষাশহিদদিবস ২০২৪

হালনাগাদ: ১ চৈত্র ১৪৩১/ ১৫ মার্চ ২০২৫

আরম্ভের সময় ৮ ফাল্গুন ১৪৩০/ ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ৮ ফাল্গুন ১৪৩০/ ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

ভাষাশহিদদিবস ২০২৪

ভাষাশহিদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছায়ানটের আয়োজন ছিল ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায়। জয়ন্ত রায়ের উপস্থাপনায় স্মৃতিচারণ করেন হাবিব রহমান। আলাপচারিতা ও একক গানে ছিলেন ডালিয়া নওশীন, শাহীন সামাদ এবং শেখ লুতফর রহমানের কন্যা লুসি রহমান। সবশেষে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিশু শিক্ষার্থীরা ২টি সম্মেলক গান পরিবেশন করে।

অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন – সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, তবলায় ইফতেখার আলম ডলার ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।

অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়েছে। অনুষ্ঠানের লিংক: https://fb.watch/qlNXa-mGlS/