দেশঘরের গান ১৪৩০
হালনাগাদ: ১৭ মাঘ ১৪৩১/ ৩১ জানুয়ারি ২০২৫
আরম্ভের সময় | ২ চৈত্র ১৪৩০/ ১৬ মার্চ ২০২৪ | ১০:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ২ চৈত্র ১৪৩০/ ১৬ মার্চ ২০২৪ | ১৩:০০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

২ চৈত্র ১৪৩০, ১৬ মার্চ ২০২৪, শনিবার সকালে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো দেশঘরের গান। ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হককে উৎসর্গীকৃত লোকসঙ্গীতের এই আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কানন বালা সরকার। স্বাগত বক্তব্য রাখেন ছায়ানটের যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায়, ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
এবারের উৎসবে পরিবেশিত হয়েছে কিচ্ছাপালা এবং আঞ্চলিক গান।
কিচ্ছাপালা পরিবেশন করেন ইদু বয়াতি ও তাঁর দল (জামালপুর)।
আঞ্চলিক গান পরিবেশন করেন বাদল রহমান (পটুয়াখালী), গুরুপদ গুপ্ত (খুলনা), বিমলেন্দু দাশ (হবিগঞ্জ) এবং জয়িতা অর্পা (ময়মনসিংহ)।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে। সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক: https://fb.watch/qSFDGdgVgo/