স্বাধীনতা দিবসের অনুৃষ্ঠান, ২০২৪
হালনাগাদ: ১০ বৈশাখ ১৪৩২/ ২৩ এপ্রিল ২০২৫
আরম্ভের সময় | ১২ চৈত্র ১৪৩০/ ২৬ মার্চ ২০২৪ | ১০:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ১২ চৈত্র ১৪৩০/ ২৬ মার্চ ২০২৪ | ১১:১৫ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

স্বাধীনতা দিবস উপলক্ষে ছায়ানটের আয়োজন ছিল ১২ চৈত্র ১৪৩০, ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, সকাল ১০টায়, ছায়ানট মিলনায়তনে। অনুষ্ঠানে প্রদর্শিত হয় শহিদ কর্ণেল জামিল উদ্দীন আহমেদ-এর উপর সেন্টু রায় নির্মিত তথ্যচিত্র 'কল অব ডিউটি'। অনুষ্ঠানের শুরু ও শেষে পরিবেশিত হয় সম্মেলক গান। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে।
অনুষ্ঠানের ভিডিও লিংক: https://fb.watch/r5ZfR96oT1/