স্বাধীনতা দিবসের অনুৃষ্ঠান, ২০২৪

হালনাগাদ: ১০ বৈশাখ ১৪৩২/ ২৩ এপ্রিল ২০২৫

আরম্ভের সময় ১২ চৈত্র ১৪৩০/ ২৬ মার্চ ২০২৪ ১০:০০ ঘটিকা
সমাপ্তির সময় ১২ চৈত্র ১৪৩০/ ২৬ মার্চ ২০২৪ ১১:১৫ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

স্বাধীনতা দিবসের অনুৃষ্ঠান, ২০২৪

স্বাধীনতা দিবস উপলক্ষে ছায়ানটের আয়োজন ছিল ১২ চৈত্র ১৪৩০, ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, সকাল ১০টায়, ছায়ানট মিলনায়তনে। অনুষ্ঠানে প্রদর্শিত হয় শহিদ কর্ণেল জামিল উদ্দীন আহমেদ-এর উপর সেন্টু রায় নির্মিত তথ্যচিত্র 'কল অব ডিউটি'। অনুষ্ঠানের শুরু ও শেষে পরিবেশিত হয় সম্মেলক গান। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে

অনুষ্ঠানের ভিডিও লিংক: https://fb.watch/r5ZfR96oT1/