সুরের জাদু রঙের জাদু, সৃষ্টিশীল প্রতিভা

হালনাগাদ: ১৭ মাঘ ১৪৩১/ ৩১ জানুয়ারি ২০২৫

আরম্ভের সময় ২৭ পৌষ ১৪৩১/ ১১ জানুয়ারি ২০২৫ ১০:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ২৭ পৌষ ১৪৩১/ ১১ জানুয়ারি ২০২৫ ১২:৩০ ঘটিকা
আয়োজন স্থান

সুরের জাদু রঙের জাদু, সৃষ্টিশীল প্রতিভা

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রম 'সুরের জাদু রঙের জাদু'র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, গান ও আবৃত্তির আয়োজন ছিল ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ছায়ানট সংস্কৃতি-ভবনে। সকাল সাড়ে ১০টার একটু পর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বক্তব্য রাখেন ছায়ানটের যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায় এবং কার্যক্রমের সমন্বয়ক ডা. লীডি হক। শিশুরা সমবেত ও একক গান, আবৃত্তি, নৃত্য পরিবেশিত করে। প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র “আমাদের গল্প”। মিলনায়তনের বাইরে ছিল শিশুদের আঁকা ছবির প্রদর্শনী।
শিশুদের পরিবেশনায় হারমোনিয়াম ও তবলায় সহযোগিতা করেন এই কার্যক্রমের শিক্ষক মো. মুরশিদ মিজান রাসেল ও প্রদীপ কুমার রায়।