অনুষ্ঠান > অন্যান্য আয়োজন
ছায়ানট বছরে নিয়মিত আয়োজন করে আসছে ২০শে নভেম্বর প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামাল এবং ২৭শে জানুয়ারি প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের প্রয়াণদিবসের স্মরণানুষ্ঠানের। আছে সঙ্গীতবিদ্যায়তনের লোকসঙ্গীত বিভাগের বার্ষিক একটি আয়োজন। ছায়ানট নিয়মিত অংশ নিয়ে থাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বার্ষিক স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশের অনুষ্ঠানমালায়। মুক্তিযুদ্ধ যাদুঘর আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিয়ে থাকে ছায়ানট।
সঙ্গীতবিদ্যায়তনের শিক্ষার্থীদের গভীরে যেতে উদ্বুদ্ধ করার পাশাপাশি সর্বসাধারণের ঐতিহ্য ও সঙ্গীত-সংস্কৃতি বিষয়ক পিপাসা মেটানোর এক আয়োজন নির্ধারিত বক্তৃতামালা। ছায়ানটের বিশ্বাস এমন আয়োজনের ভেতর দিয়ে আমাদের পায়ের তলায় জেগে উঠবে শক্ত ভূমি। আমরা পাব সকল অন্ধকার-কুসংস্কার-কূপমণ্ডুকতা-ক্ষুধা-দারিদ্র্য-পরাজয়ের গ্লানি থেকে মুক্তির সাহস ও শক্তি। বাঙালি এগোবে মানবসমাজের কল্যাণে, শুভবোধের দিকে, প্রস্ফুটিত হবে বাঙালির যথার্থ পরিচয়। বছরে দুই থেকে তিনটি আয়োজন হয়ে থাকে বিষয়ভিত্তিক বক্তৃতার।
সময় সময় ছায়ানট আয়োজন করছে কৃতি মানুষদের অর্জন নিয়ে আনন্দ আয়োজন, প্রয়াত গুণীদের জন্ম ও প্রয়াণদিবসের অনুষ্ঠান।
# | তারিখ | শিরোনাম | স্থান | বিস্তারিত |
---|