শিকড়
দেশের সূচি-পদ্ধতি স্কুলশিক্ষার সীমাবদ্ধতা এবং প্রচলিত গণ্ডিবদ্ধ শিক্ষাব্যবস্থার ঘাটতি পূরণ করার মানস নিয়ে ১৪১৫ বঙ্গাব্দে শুরু হয়েছে এই শিশু-কিশোর কার্যক্রম। একই সঙ্গে আমাদের লক্ষ্য -শিশুর সামনে তার মন ও মননের প্রয়োজনীয় রসদ উপস্থিত করা। আমাদের সমাজে দুর্নীতি, সন্ত্রাস এবং রাজনৈতিক ব্যর্থতায় সৃষ্ট নানাবিধ অনাচারের বাস্তবতাও উপস্থিত। অবক্ষয় ও বিপর্যস্ত আবহের মধ্যেই দেশের শিশুদের সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। শিশু-কিশোরদের সামূহিক বিকাশে শিকড় এক বিকল্প শিক্ষাকর্ষণার উদ্যোগ। শিশুদের মনে প্রকৃতি ও মানবপ্রেমের আনন্দযোগসাধন, বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্তরঙ্গ সম্মিলনে সহায়তা এবং গতানুগতিক শ্রেণিশিক্ষার মুখস্থবিদ্যা আর পরীক্ষা ও প্রতিযোগিতানির্ভর শিক্ষাপদ্ধতির ধারাকে পাশ কাটিয়ে আঁকা-গড়া, গল্প-কবিতা-অভিনয় ও নৃত্য-গীত-খেলার সমন্বয়ে আবর্তিত এর পাঠ ও অনুশীলন। প্রত্যাশা -দেশপ্রেম, দেশাত্মবোধ কিংবা দেশমাতৃকার সকল সৌন্দর্য ও মাহাত্ম্য হৃদয়ে ধারণ করে শিশুরা যেন হয়ে উঠতে পারে কৃতী বিশ্বমানব।