কার্যক্রম
হালনাগাদ: ২৬ অগ্রহায়ণ ১৪৩০/ ১১ ডিসেম্বর ২০২৩
কার্যক্রম: প্রতি শনিবার সকাল ৯:৩০ থেকে বেলা ১২:৩০
অংশগ্রহণকারীদের বয়সসীমা: ৬ থেকে ১৩ বছর
শিকড় কার্যক্রমের বিষয়সমূহের মধ্যে রয়েছে ছড়া-ছন্দ-আবৃত্তি, আঁকা-গড়া, গীত-নৃত্য-খেলা, ব্রতচারী, গল্প বলা-অভিনয়, লিখন-পঠন, ভ্রমণ এবং দেশীয় খাবারের সঙ্গে জানাশোনা ও স্বাদগ্রহণ। পাঠ ও চর্চায় অন্তর্ভুক্ত রয়েছে দেশ-ঐতিহ্য, প্রকৃতি-পরিবেশ, উৎসব-পার্বণ, আলোকচিত্র-চলচ্চিত্র, মনীষী-কথা, বাঙালির খাদ্যরুচি ইত্যাদি