উত্তর-দক্ষিণের রাগ
রাগসঙ্গীত-বিহারে নজরুল
কাজী নজরুল ইসলামের সৃজনশীলতা অনন্য রূপ পেয়েছিল তাঁর গানে, সঙ্গীতে তিনি ছিলেন বিচিত্রের দূত। নানা সুরধারায় অবগাহন করেছেন নজরুল, বিভিন্ন উৎস থেকে আহরণ করেছেন সুরের ছন্দ ও চলন। উপমহাদেশীয় সঙ্গীতের যে সমৃদ্ধি ও বিস্তার, সেই সুরভুবনে নজরুলের ছিল অনায়াস বিচরণ। তাঁর স্বাভাবিক সুরবিহার ছিল শুদ্ধসঙ্গীতের উত্তরী পদ্ধতির ঘরানায়। তা-হলেও আপাতভাবে পৃথক সঙ্গীত-রীতি হিসেবে বিবেচিত দক্ষিণী ঘরানাতেও দেশীয় রীতিতে গান বেঁধেছেন তিনি, আপন সৃজনশীলতায় উভয়ের মিলনে জাগিয়েছেন অভিনব সুর-ছন্দ। নজরুলের সাঙ্গীতিক রুচি ও বোধের বিস্তার যে-কাউকে অভিভূত করবে, বিস্ময় জাগবে – আজীবন দুর্ভাগ্য-তাড়িত এই কবি কবে কীভাবে এমন সঙ্গীতবেত্তা ও সঙ্গীতস্রষ্টা হয়ে উঠলেন!
নজরুলের সৃজনশীল জীবনে গানের এক জোয়ার জেগেছিল বিগত শতকের তিরিশের দশকে রেডিও ও রেকর্ড-সঙ্গীতের প্রসারের কালে। নজরুল-সঙ্গীতসম্ভারে যুক্ত হয় দক্ষিণী রীতি-ভিত্তিক অপূর্ব কতক গান। নজরুল কেবল দক্ষিণী-ধারার ধ্রুপদী রীতি অনুসরণ করেননি, আপন সঙ্গীত-প্রতিভার গুণে উভয় ধারার সম্মিলনে পৃথক আরেক সুর-ছন্দ বয়ে এনেছিলেন বাংলা গানে। দক্ষিণী রাগের শাস্ত্র অনুসরণ করেও উত্তরের ছাঁচে ঢেলেছেন গানের কাব্যরূপ ও সুরের চলন। দক্ষিণী রাগশৈলী কঠোর শাস্ত্রীয় রীতিতে বাঁধা, সেই বাঁধন আলগা করে উত্তর দেশীয় রীতির প্রয়োগে সুর ও চলনে তিনি গ্রহণ করলেন স্বাধীনতা, সুরসঙ্গমের সার্থকতায় বাংলা গানে যোজিত হলো অভিনব এক গীতিরূপ।
দক্ষিণী সঙ্গীতপদ্ধতির সঙ্গে উত্তরী সঙ্গীতধারার মিলনে নজরুলের সুর-সৃষ্টির এই অঞ্জলি নিবেদিত হলো সঙ্গীতরসপিপাসুদের উদ্দেশে। নজরুলের গানের বিস্তার ও বাংলা গানের রসবৈচিত্র্য অনুধাবনে সহায়ক এই গীতিগুচ্ছ শ্রোতার জন্য হোক, আনন্দময় অভিজ্ঞতা।
সূচি:
পাঠ আব্দুস সবুর খান চৌধুরী
গান শূন্য এ বুকে পাখি মোর আয় ফারহানা আক্তার শ্যার্লি
ছায়ানট
কার বাঁশরি বাজে মুলতানী সুরে সেলিনা হোসেন
মুলতানী
ওগো অন্তর্যামী ভক্তের তব লতিফুন জুলিও
ছায়ানট
অম্বরে মেঘ-মৃদঙ্ বাজে নাহিয়ান দূরদানা শুচি
সিন্ধু
পাঠ লাইসা আহমদ লিসা
গান রহি রহি কেন সে মুখ পড়ে মনে দেবশ্রী অন্তরা দাশ
মিশ্র নারায়ণী
মহুয়া বনে বন পাপিয়া তানভীর আহমেদ
কলাবতী
বসন্ত মুখর আজি নাসিমা শাহিন ফ্যান্সি
বসন্ত মুখারী
নিশি রাতে রিম্ ঝিম্ ঝিম্ খায়রুল আনাম শাকিল
প্রতাপ-বরালী
পাঠ লিয়াকত খান
গান কাবেরী নদী জলে কে গো বালিকা শাহীন সামাদ
কর্ণাটী-সামন্ত
এসো চিরজনমের সাথী প্রিয়াংকা গোপ
নাগসরাবলী
পরদেশী মেঘ যাও রে ফিরে নুসরাত জাহান রুনা
সিংহেন্দ্র মধ্যম
যন্ত্রানুষঙ্গ আয়োজন: সিতাংশু মজুমদার
শব্দধারণ: স্টুডিও হারমোনি, ছায়ানট শব্দধারণ কেন্দ্র
শব্দমিশ্রণ: এবিএম সাজ্জাদুর রহমান, ছায়ানট শব্দধারণ কেন্দ্র
মোড়ক সজ্জা: ইমরুল চৌধুরী
প্রকাশনা-সহযোগী: গ্রামীণফোন