সুরের জাদু-রঙের জাদু

হালনাগাদ: ২৬ অগ্রহায়ণ ১৪৩০/ ১১ ডিসেম্বর ২০২৩

সঙ্গীতশিক্ষার পাশাপাশি ১৪১৪ বঙ্গাব্দ থেকে সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রমে যুক্ত হয়েছে অটিস্টিক শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়ক কার্যক্রম সুরের জাদু-রঙের জাদু। সপ্তাহের একটি দিন গান গেয়ে-ছবি এঁকে অটিস্টিক শিশুকিশোরেরা আনন্দ লাভ করে, স্বাভাবিক জীবনের স্বাদ পায়। ছায়ানটের প্রত্যাশা, এই বিশেষ শিশুরা মনের আনন্দে কিছু করার সুযোগ পেয়ে জীবনকে সুসহ-সহজ-স্বাভাবিকভাবে গ্রহণ করার পথ খুঁজে পাবে। এদের জীবনে প্রয়োজনীয় আনন্দযোগ হয়ে ওঠে ছায়ানটের কিছু অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ।