রবীন্দ্র-প্রয়াণদিবস ১৪৩২

হালনাগাদ: ১৯ আশ্বিন ১৪৩২/ ০৪ অক্টোবর ২০২৫

আরম্ভের সময় ২২ শ্রাবণ ১৪৩২/ ০৬ আগস্ট ২০২৫ ১৯:০০ ঘটিকা
সমাপ্তির সময় ২২ শ্রাবণ ১৪৩২/ ০৬ আগস্ট ২০২৫ ২০:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

রবীন্দ্র-প্রয়াণদিবস ১৪৩২

২২ শ্রাবণ ১৪৩২, ৬ অগাস্ট ২০২৫, বুধবার রবীন্দ্র-প্রয়াণদিবসে ছায়ানট নিবেদন করে “অন্তরতর হে – বাংলাদেশের রবীন্দ্রনাথ” শিরোনামে অনুষ্ঠান। আজিজুর রহমান তুহিন গ্রন্থিত সন্ধ্যার এই আয়োজনের বেশিরভাগ পরিবেশনা রবীন্দ্রনাথের পূর্ববঙ্গে রচিত গান, কবিতা ও চিঠি থেকে নেওয়া। ছায়ানট মিলনায়তনে এই আয়োজনে সম্মেলক গান ছিল ৩টি। পাঠ ও আবৃত্তি করেন জহিরুল হক খান ও সুমনা বিশ্বাস। একক গান পরিবেশন করেন যথাক্রমে ইফ্‌ফাত বিনতে নাজির, মাকসুরা আখতার অন্তরা, অমেয়া প্রতীতি, অভয়া দত্ত, দীপ্র নিশান্ত, তাহমিদ ওয়াসিফ ঋভু, মোস্তাফিজুর রহমান তূর্য, অভিজিৎ দাস, মনীষা সরকার ও আজিজুর রহমান তুহিন। যন্ত্রাণুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর ও সুবীর ঘোষ, মন্দিরায় প্রদীপ কুমার রায়, সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী এবং বাঁশিতে মামুনুর রশীদ।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
অনুষ্ঠানের ইউটিউব লিংক