অনুষ্ঠান > সংস্কৃতিবিষয়ক বক্তৃতামালা
অনেকে বলেন বাঙালিরা ইতিহাস বিমুখ। এরমধ্যে হয়তো কিছুটা সত্যতা আছে, তবে চাপিয়ে দেওয়া সংস্কৃতির অসারতা বাঙালি উপলব্ধি করেছে আপন সংস্কৃতির বিপুল বিস্তৃত বৈভবে। বাঙালির মননে প্রোথিত সংস্কৃতি নতুন শক্তিতে বারবার খুঁজে দিয়েছে বাঙালির প্রকৃত ইতিহাস, ঐতিহ্য। ঐতিহ্য অন্বেষণে নিয়মিত অনুশীলন, অধ্যয়ন, শ্রবণ সেইসঙ্গে পারস্পরিক মতবিনিময়ের কোনো বিকল্প নেই। এ দেশের বিশিষ্ট গুণীজনদের একক কথামালা "আমাদের সময়, আমাদের সংস্কৃতি" শিরোনামে ছায়ানটের ত্রৈমাসিক আয়োজন বাঙালি হয়ে উঠবার সাধনাকে আরও বেগবান করবে।
# | তারিখ | শিরোনাম | স্থান | বিস্তারিত |
---|