অনুষ্ঠান > শুদ্ধসঙ্গীত উৎসব
১৪১৪ বঙ্গাব্দের হেমন্তে (২০০৭ খ্রিষ্টাব্দ) প্রথম শুদ্ধসঙ্গীত উৎসব-এর আয়োজন করে ছায়ানট। তিন অধিবেশনের প্রথম আসরের উদ্বোধন করেছিলেন পূর্ব বাংলায় জন্ম ও পরে ভারতীয় নাগরিক, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত। বর্তমানে প্রতি বছরের শীতকালে এর আয়োজন হচ্ছে। বার্ষিক এই উৎসবে দেশের নানা অঞ্চলের গুণীরা সঙ্গীত পরিবেশন করে থাকেন। বার্ষিক শুদ্ধসঙ্গীত উৎসব-এর শেষ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শাস্ত্রীয়ঙ্গীতের কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত পরিবেশন বিশেষভাবে আকৃষ্ট করেছে সঙ্গীত পিপাসু বাঙালিকে।
# | তারিখ | শিরোনাম | স্থান | বিস্তারিত |
---|