অনুষ্ঠান > নৃত্য-উৎসব

১৪১৭ বঙ্গাব্দে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষে ছায়ানটের বছরব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার চতুর্থটি ছিল রবীন্দ্র-নৃত্যোৎসব। তার সাফল্য এবং নৃত্যকর্মীদের উৎসাহের ফসল নৃত্য-উৎসব। বছর বছর নিয়মিত হচ্ছে এ উৎসব আয়োজন। দেশের নানা অঞ্চলের জানা-অজানা গুণীদের পরিবেশনে দিনে দিনে দর্শকনন্দিত হয়ে উঠছে নৃত্য-উৎসব। ১৪১৮ ও ১৪১৯ – দুই বছরই আয়োজন করা হয়েছে শাস্ত্রীয় নৃত্যের।



# তারিখ শিরোনাম স্থান বিস্তারিত