সংস্কৃতি-সম্ভার
সঙ্গীত ও পরিবেশনগত শিল্পের স্থান ও কালের তাৎক্ষণিকতা অতিক্রম করে এর স্থায়ী সংরক্ষণের জন্য উপযুক্ত কারিগরি ব্যবস্থা গ্রহণ করছে এই সংরক্ষণকেন্দ্র। প্রতিষ্ঠা করা হয়েছে সঙ্গীত ও পরিবেশন শিল্প সংক্রান্ত যাবতীয় দলিলপত্র ও প্রকাশনা সংরক্ষণের জন্য আর্কাইভ এবং সংস্কৃতি অধ্যয়নের জন্য গ্রন্থাগার। সংরক্ষিত সঙ্গীত ও পরিবেশনগত শিল্প জনসমাজে তুলে ধরা এবং এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য উপযুক্ত সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করবে সংস্কৃতি-সম্ভার। এই উদ্যোগের লক্ষ্য, বাংলাদেশের সঙ্গীত ও সুকুমার শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি দেশজ, আঞ্চলিক ও বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগ গড়ে তোলা।
শামসুর রাহমান স্মৃতি পাঠাগারের পাশাপাশি সংস্কৃতি-সম্ভারে আছে শব্দধারণকেন্দ্র (রেকর্ডিং স্টুডিও), দৃশ্য-শ্রাব্য সংগ্রহশালা (অডিও-ভিডিও আর্কাইভস), শ্রবণ-দর্শন কক্ষ ও বক্তৃতা-কক্ষ। সদস্যদের জন্য সংরক্ষিত গান শোনা ও দৃশ্য (ভিডিও) দেখার ব্যবস্থা আছে শ্রবণ-দর্শন কক্ষে। মাল্টিমিডিয়ার সহায়তায় শ্রবণ-দর্শন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বক্তৃতা কক্ষ। শুরু হয়েছে বিভিন্ন গুণী শিল্পীর গান, বাদন, পাঠ, বক্তব্য, বিশ্লেষণ ইত্যাদি রেকর্ড করার কাজ।