পাঠাগার

হালনাগাদ: ২৬ অগ্রহায়ণ ১৪৩০/ ১১ ডিসেম্বর ২০২৩

কবি শামসুর রাহমান পাঠাগার

২০০৭ সালে ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের প্রয়াণের পর তাঁর সংগৃহীত বই ও সাময়িকী নিয়ে যাত্রা শুরু এই পাঠাগারের। তখন কেবল বই এর তালিকা তৈরির কাজ শুরু হয়। ২০০৯ সালে সংস্কৃতি-সম্ভার প্রতিষ্ঠার সময় এই পাঠাগার সংস্কৃতি-সম্ভারের কার্যক্রমে আনা হয় এবং পরিবেশনগত শিল্প ও বাঙালি ঐতিহ্য-সংস্কৃতির বিশেষায়িত পাঠাগার হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে।

এই পাঠাগারের মূল ব্যবহারকারী ছায়ানটের সকল কার্যক্রমের সাথে যুক্ত শিক্ষক-সঞ্চালক-শিক্ষার্থী-অংশগ্রহণকারী। ছায়ানটের কার্যক্রমে যুক্ত নন, এমন কেউ নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে সাময়িক সদস্য হতে পারেন।