শ্রোতার আসর: ভাদ্র ১৪৩২
হালনাগাদ: ১৯ আশ্বিন ১৪৩২/ ০৪ অক্টোবর ২০২৫
আরম্ভের সময় | ৭ ভাদ্র ১৪৩২/ ২২ আগস্ট ২০২৫ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ৭ ভাদ্র ১৪৩২/ ২২ আগস্ট ২০২৫ | ২০:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |

৭ ভাদ্র ১৪৩২, ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার, সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এবারের আসরে পরিবেশিত হয় নজরুলসঙ্গীত। শুরুতে ২টি করে গান পরিবেশন করেন কুমার শ্যাম ও ফারাহ্ দিবা খান লাবণ্য। এরপর একে একে ৪টি করে গান পরিবেশন করেন আফসানা রুনা, মাহমুদুল হাসান ও নুসরাত জাহান রুনা।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলান- সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, তবলায় ইফতেখার আলম ডলার ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক