বাউল সাধক শাহ আবদুল করিম স্মরণ, বিশেষ শ্রোতার আসর
হালনাগাদ: ১৯ আশ্বিন ১৪৩২/ ০৪ অক্টোবর ২০২৫
আরম্ভের সময় | ২৮ ভাদ্র ১৪৩২/ ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ২৮ ভাদ্র ১৪৩২/ ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:০০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বাউল সাধক শাহ আবদুল করিমের প্রয়াণদিবসে শ্রোতার আসরের বিশেষ আয়োজনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করল ছায়ানট। শুরুতে বক্তব্য রাখেন ছায়ানট সভাপতি সারওয়ার আলী। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত এই আসরে শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন ক্রমানুসারে ফারজানা আফরিন ইভা, মো. সোহেল রানা, নাজমুল আহসান তুহিন, বিমান চন্দ্র বিশ্বাস, আবুল কালাম আজাদ, চন্দনা মজুমদার ও শাহ আবদুল করিমের শিষ্য বাউল রনেশ ঠাকুর।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন দোতারায় রতন কুমার রায়, ঢোলে দশরথ দাশ, বাঁশিতে মামুনুর রশীদ, তবলায় স্বরূপ হোসেন ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক