শুদ্ধসঙ্গীত উৎসব ১৪৩২

হালনাগাদ: ২৫ পৌষ ১৪৩২/ ০৯ জানুয়ারি ২০২৬

আরম্ভের সময় ২৫ পৌষ ১৪৩২/ ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ২৬ পৌষ ১৪৩২/ ১০ জানুয়ারি ২০২৬ ২১:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি-ভবন

শুদ্ধসঙ্গীত উৎসব ১৪৩২

শুরু হয়েছে ছায়ানটের দুইদিনব্যাপী শুদ্ধসঙ্গীত উৎসব। ২৫ পৌষ ১৪৩২, ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানট মিলনায়তনে উৎসবের সূচনা হয়। এরপর কথা বলে ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী। পরিবেশন পর্ব শুরু হয় ৫টি রাগের সমাহারে মালকোষের মূর্ছনায় বৃন্দ কণ্ঠসঙ্গীত দিয়ে। এরপর পরিবেশিত হয়েছে একক কণ্ঠসঙ্গীত, দ্বৈত তবলাবাদন, সেতারবাদন, বাঁশিবাদন। প্রথম অধিবেশন এখনও চলছে।..

ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসব
২৫-২৬ পৌষ ১৪৩২, ৯-১০ জানুয়ারি ২০২৬, শুক্র ও শনিবার, ছায়ানট মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি-ভবন।

প্রথম অধিবেশন:
২৫ পৌষ ১৪৩২, ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, বিকাল ৩:৩০ থেকে রাত ৯:৩০
দ্বিতীয় অধিবেশন: 
২৬ পৌষ ১৪৩২, ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:৩০
তৃতীয় অধিবেশন:
২৬ পৌষ ১৪৩২, ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, দুপুর ২:০০ থেকে রাত ৯:৩০

মিলনায়তনে প্রবেশের জন্য নিবন্ধন আবশ্যক। শুদ্ধসঙ্গীত উৎসবের ২য় ও ৩য় অধিবেশনে (১০ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল এবং বিকাল) আরও কিছু আসন যোগ করা হয়েছে। নিবন্ধন চলমান, আসনসংখ্যা সীমিত।
নিবন্ধনের লিংক: https://chhayanaut.org/visitor-pass/application
আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ছায়ানটের ফেইসবুক পেইজইউটিউব চ্যানেলে
প্রথম অধিবেশনের ইউটিউব লিংক