স্বাধীনতা দিবসের অনুৃষ্ঠান, ২০২৫
হালনাগাদ: ১০ বৈশাখ ১৪৩২/ ২৩ এপ্রিল ২০২৫
আরম্ভের সময় | ১২ চৈত্র ১৪৩১/ ২৬ মার্চ ২০২৫ | ১০:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ১২ চৈত্র ১৪৩১/ ২৬ মার্চ ২০২৫ | ১১:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

স্বাধীনতা দিবসে ছায়ানটের নিবেদন – ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, বুধবার, সকাল ১০টা, ছায়ানট মিলনায়তন। অনুষ্ঠানের সূচনা হয় সদ্য প্রয়াত ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের অডিও রেকর্ড “সার্থক জনম আমার” বাজানোর মধ্য দিয়ে। এরপর পরিবেশিত হয় একক ও সম্মেলক গান এবং আবৃত্তি। ছায়ানটের পরিবেশনার পর মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র পরিবেশন করে কাব্যালেখ্য ‘স্বপ্ন- বাস্তবতায় অনিশ্চিত ছাপ্পান্ন হাজার বর্গমাইল’। শেষে নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন। জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানটি সরাসরি ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।